ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ২০ ১৪৩১ :
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী মাধবী আক্তার নীলা বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা থানায় তার (মুয়াজ) বিরুদ্ধে মামলা করেন।
Advertisement
আজ সোমবার ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নির্যাতনের অভিযোগে রমনা থানায় একজন ভুক্তভোগী নারী মামলার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নারী নির্যাতন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি মুয়াজ আরিফ। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, মামলায় অভিযুক্ত আসামি মুয়াজ আরিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে।
ফাইল ছবি