চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার নামে যুবদল নেতার মামলা (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঝালকাঠির রাজাপুর প্রতিনিধি,শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৯ ১৪৩১ :

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বাদী হয়ে এ মামলা করেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

Advertisement

মামলার অন্য আসামিরা হলেন- মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা চমন, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ ও সাগর শরীফ। তা ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেনের বাড়িঘর ভাঙচুর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও তাকে মারধর করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ অনুসারীরা।

Advertisement

এ বিষয়ে জানতে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত