চাঁদাবাজির অভিযোগে ভোলায় শ্রমিক দল নেতা বহিষ্কার (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভোলা প্রতিনিধি , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ :

বালুখোলা দখল ও চাঁদাবাজির অভিযোগে ভোলা জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক মো. আবদুল হাই মাতাব্বরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement


এতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে মো. আবদুল হাই মাতাব্বরকে বহিষ্কার করা হয়েছে। শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
ভোলা জেলা শ্রমিক দল সভাপতি সহিদুল ইসলাম মানিক আবদুল হাই মাতাব্বরের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement


এ দিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর আবদুল হাই মাতাব্বরের বিরুদ্ধে এলাকায় বালুখোলা দখল ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে কোন্দল সৃষ্টি হয়। বিষয়টির কেন্দ্রীয় তদন্ত সাপেক্ষে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।