এই কাঞ্চন মল্লিককে আমি চিনি না: দেব (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,বিনোদন প্রতিনিধি ,শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১ :

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে উত্তাল কলকাতা। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সেখানকার চিকিৎসকরা। তাদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন কমেডিয়ান ও তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক। সাধারণ মানুষের পাশাপাশি কাঞ্চনের সহশিল্পীরাও তাকে বয়কটের হুমকি দেন। এবার তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেতা দেব বললেন— ‘এই কাঞ্চন মল্লিককে আমি চিনি না।’

Advertisement

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেব। এসময় তিনি বলেন, ‘এই কাঞ্চন মল্লিককে আমি চিনি না। কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম। কিন্তু সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।’

Advertisement

কাঞ্চনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে দেব বলেন, ‘যে কাঞ্চন মল্লিক এই বিবৃতি দিয়েছেন, তাকে আমি চিনি না। কিন্তু উনি যেহেতু আমার সহকর্মী এবং আমার দলেরই একজন, আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয়, আমাদের আরো বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমি, আমার পরিবার চাই সবাই ন্যায় পাক।’

Advertisement

গত মাসের শুরুর দিকে কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর থেকে উত্তাল কলকতা। সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছেন অভিনয়শিল্পীরাও। কলকাতার চিকিৎসকরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন— ‘সরকারি বেতন-বোনাস নেবেন তো?’ আর এতেই ক্ষুব্ধ কাঞ্চনের সহশিল্পী ও সাধারণ মানুষ। রীতিমতো তোপের মুখে পড়েন এই অভিনেতা। সর্বশেষ ক্ষমা চাইতে বাধ্য হন কাঞ্চন মল্লিক।