জুলাই বিপ্লবে আহতদের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি ফারুকীর আহ্বান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,বিনোদন প্রতিনিধি ,মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ ভাদ্র ১৪৩১ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বহু হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালগুলোতে এখনও চিকিৎসাধীন আছেন শত শত মানুষ; যাদের অনেকেই সামর্থ্যের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে আবার টাকার অভাবে হাসপাতালেও যেতে পারেননি।

Advertisement

তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন।

Advertisement

বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পিছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। এতে বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের; যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।’

ফারুকী বলতে চাইলেন, ইতোমধ্যে অনেকেই এই কাজে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান ও পরামর্শ জানিয়ে জানিয়ে ফারুকী লেখেন, ‘নিজেরা মিলে জরুরী ভিত্তিতে একটা ফান্ড তৈরি করুন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য।

যা একটা কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেওয়া যেতে পারে, যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে। এটা হতে পারে একটা প্রাথমিক ফান্ড।

এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন। পরে আরও যোগ হতে পারে এস আলম-বেক্সিমকোর মতো ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ। আমরাও কনট্রিবিউট করতে চাই সেই ফান্ডে।’

Advertisement

সবশেষ ফারুকী লেখেন, ‘সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন। যাদের ত্যাগে এই স্বাধীনতা, তাদের সেবা আমাদের জরুরি কর্তব্য। হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ।‘