ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,বগুড়া প্রতিনিধি ,সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১ :
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্রী নুসরাত জাহান জেরিন মারা যাননি। পুলিশের গুলিতে ওই ছাত্রী প্রাণ হারিয়ে লুটিয়ে পড়ার ১৮ সেকেন্ডের ভিডিওটি দু’দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিও দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। জেরিন জানিয়েছেন, তিনি সুস্থভাবে বেঁচে আছেন।
জানা গেছে, নুসরাত জাহান জেরিন বগুড়ার নিশিন্দারা উপশহর এলাকার বাসিন্দা। ঢাকার শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী। পারিবারিক কাজে গত জুলাইয়ের মাঝামাঝি বাড়িতে আসেন। রংপুরে আবু সাঈদ ও অন্য স্থানে অনেক শিক্ষার্থীর মৃত্যু তার মনে রেখাপাত করে। ১৮ জুলাই বাবা-মার নিষেধ অমান্য করে তিনি বাড়ি থেকে বের হন।
Advertisement
শহরের থানা মোড় এলাকায় শিক্ষার্থীদের মিছিলে যোগ দেন। সেখান থেকে শহরের জিরো পয়েন্ট সাতমাথার দিকে যেতে চান। জেরিনসহ বেশ কয়েকজন পুলিশের বন্দুকের মুখে বুক পেতে বারবার সাতমাথার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন।
Advertisement
পুলিশের গুলিতে জেরিনের মৃত্যু নিয়ে ভিডিওটি ব্যাপক ভাইরাল হওয়ার পর খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কোয়ার এলাকায় তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেও মারা যাননি। জেরিন সাংবাদিকদের বলেন, পুলিশের বাধা, টিয়ারশেল আর রাবার বুলেট উপেক্ষা করে একসময় তিনিসহ শিক্ষার্থীরা সাতমাথায় অবস্থান নেন। কিছু সময় পর পুলিশের অতিরিক্ত অ্যাকশনে অনেকই ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় পায়ে ও কোমরে ৩-৪টি রাবার বুলেট বিদ্ধ হলে তিনি একাই সড়কের ওপর বসে পড়েন।