ঢাকা: ভারতের বিহার রাজ্যে মৌসুমি বৃষ্টিপাতের সময় বজ্রপাতে ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
বুধবার (২২ জুন) দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের সচিব বিয়াস জি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়।
তিনি জানান, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে চার লাখ রূপি করে আর্থিক ক্ষতিপূরণ দেবে সরকার।
খবরে বলা হয়, মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা থেকে বিহার রাজ্যের নালন্দা, ঔরঙ্গাবাদ ও পূর্ণিয়াসহ বেশ কয়েকটি জেলায় ভারীবর্ষণের সঙ্গে বজ্রপাতের এসব ঘটনা ঘটে।