স্বামীর হামলার ঘটনা আগে থেকেই জানতেন সলমন!

SHARE

Omor-asman-SM20160615104710ঢাকা: ফ্লোররিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর পালস নাইটক্লাবে স্বামীর হামলার বিষয়টি আগে থেকেই জানতেন ওমর মতিনের দ্বিতীয় স্ত্রী নূর সলমন।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের জেরায় সলমন এ তথ্য দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যমগুলো জানায়, এমন জঘন্য হামলার ঘটনা আগে জানা সত্ত্বেও বিষয়টি পুলিশকে না জানানোয় সলমনের বিরুদ্ধে মামলা হতে পারে।

এফবিআইয়ের এক মুখপাত্র জানান, সলমন ওমর মতিনের দ্বিতীয় স্ত্রী। তারা ফ্লোরিডার ফোর্টপিয়ার্সে বাস করতেন। তাদের তিন বছরের একটি সন্তান রয়েছে।

তিনি আরও জানান, সলমন হামলার বিষয়টি আগে থেকেই জানতেন। হত্যালীলা চালাতে স্বামীকে নিষেধও করেছিলেন তিনি।

সলমন আরও জানিয়েছেন, শনিবারের ওই হামলার ঘটনার এক ঘণ্টা আগে বাসা থেকে বের হয় মতিন।

এর আগে মতিনের প্রথম স্ত্রী সিতোরা ইউসুফি জানিয়েছিলেন- মানসিকভাবে অস্থির ও বদমেজাজী ছিলেন মতিন।

শনিবার (১১ জুন) গভীর রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে ‘পালস ক্লাব’ নামের সমকামীদের একটি ক্লাবে নির্বিচারে গুলি চালিয়ে ৫৩ জনকে হত্যা করেন বন্দুকধারী ওমর মতিন। পুলিশের পাল্টা হামলায় নিহত হন মতিনও। ওই ঘটনায় আহত আরও ৫৩ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।