স্বেচ্ছায় নগ্ন হতে চাননি প্লেবয় তারকা সিন্ডি

SHARE

5190তারকাদের খোলামেলা পোশাকে উপস্থাপনের জন্য বিখ্যাত ব্রিটিশ ম্যাগাজিন প্লেবয়। আর তারই এক সাবেক তারকা কিনা বলছেন স্বেচ্ছায় নগ্ন পোজ দিতে চাননি তিনি।

জানা যায়, ৪৯ বছর বয়সী সুপার মডেল সিন্ডি ক্রোফোর্ড মডেল হয়েছিলেন প্লেবয়ের বেশ কয়েকটি কভারে। তবে ক্যারিয়ারের পড়ন্ত দিকে এসে জানালেন এক চমকপ্রদ তথ্য। তিনি নাকি কখনোই স্বেচ্ছায় নগ্ন হতে চাননি। নগ্ন হয়ে পোজের জন্য নাকি ফটোগ্রাফাররাই তাকে কৌশলে রাজি করিয়েছিলেন!

তবে তিনি আরো জানান, শুধুমাত্র কিছু ছবিতেই তিনি স্বেচ্ছায় নগ্ন হয়ে পোজ দিয়েছেন এবং সেসব কাজের জন্য তিনি গর্ববোধও করেন।

সিন্ডি সম্প্রতি নিজের ৫০তম জন্মদিনে মডেলিং থেকে অবসরের ঘোষণা দেন।