দিনাজপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

SHARE

5151দিনাজপুরের পার্বতীপুরে কয়লা খনি এলাকায় ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার ভোর ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায় নি।

বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই ফেরদৌস জানান, কাঠ বোঝাই একটি ট্রাক ভোর ৪টার দিকে ফুলবাড়ী যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি রাস্তার ধারে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় আরও ৫ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম জানান, নিহতদের পরিচয় এবং ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।