ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ : ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
Advertisement
গতকাল সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ককটেল বিস্ফোরিত হয়।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, ‘বোরকা পরিহিত এক নারী ও এক পুরুষ মহানগর দায়রা জজ আদালতের দোতলা থেকে ককটেল নিচে ফেলেন।
Advertisement
এরপর তারা দ্রুত আদালত চত্বর থেকে চলে যায়।’
এদিকে এ ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
এ বিষয়ে লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, ‘আদালতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারা এ কাজ ঘটিয়েছে তাদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে প্রক্রিয়া চলমান।’
সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত হয়। ছবি : ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)