এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া শর্ট গান ও পিস্তল

SHARE

(ফাইল ইমেজ)

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,সোমবার, ২০ নভেম্বর ২০২৩ : ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের মোট ৯টি অস্ত্র ছিনতাই হয়েছিলো। এর মধ্যে পাঁচটি উদ্ধার করা গেলেও চারটি অস্ত্র ও গুলি তিন সপ্তাহেও উদ্ধার করা যায়নি। খোয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- দুটি শর্ট গান ও দুটি পিস্তল।

Advertisement

এদিকে ২৮ অক্টোবর পুলিশের ওয়াকিটকির কিছু স্পর্শকাতর বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে দায়িত্বরত পুলিশ সদস্যদের অস্ত্রের নিরাপত্তা ও ওয়াকিটকি ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ডিএমপি।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ বলছে তাদের মনোবল ভাঙতেই হামলা করে অস্ত্র ছিনতাই করা হয়।

Advertisement

একইদিনে পুলিশের ওয়াকিটকির স্পর্ষকাতর কথোপকথনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ অবস্থায় পুলিশ সদস্যদের অস্ত্র ও গুলির নিরাপত্তা এবং ওয়াকিটকিতে বার্তা আদান-প্রদানে সতর্ক থাকতে ডিএমপি নির্দেশনা দিয়েছে জানিয়ে বিপ্লব বলেন, ওয়াকিটকি ব্যবহারের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির উপস্থিতির ক্ষেত্রে সতর্ক থাকা ও ২০ সেকেন্ডে কথোপকথন শেষ করাসহ মোট ১১টি নির্দেশনা জারি করা হয়েছে।

ওয়াকিটকিতে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের মতো অভ্যন্তরীণ বিষয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশে ব্যাপক কড়াকড়ি চলছে বলেও জানান তিনি।