গোপনে নয়, পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে: লিজা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ১৯ নভেম্বর ২০২৩ : সুরেলা কণ্ঠের মাধ্যমে অনেক আগেই শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। নিয়মিত বিভিন্ন গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি বর্তমানে একটি রিয়েলিটি শো’র বিচারকার্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে রোববার (১৯ নভেম্বর) বিকেলে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়―গোপনে বিয়ে করেছেন লিজা। এ ব্যাপারে যখন নানা চর্চা হচ্ছে, সেই সময় চ্যানেল 24 অনলাইনের সঙ্গে কথা বললেন এ গায়িকা।

এদিন বিকেল ৫টার দিকে গোপনে বিয়ের ব্যাপারে জানতে চাইলে চ্যানেল 24 অনলাইনকে লিজা বলেন, ‘ব্যাপারটা আসলে ওভাবে না। আমাদের বিয়ে হয়েছে, এটা সত্য। বিয়ে তো গোপনে হয় না। গত বছরই বিয়ে হয়েছে আমাদের।’

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে বিয়ে হয়েছে গায়িকা লিজার। গত বছর বিয়ে হওয়ার পর থেকে বাংলাদেশে পারিবারিক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে স্বামী সবুজ খন্দকারের সঙ্গে হাজির হয়েছেন তিনি। তবে বিয়ের বিষয়টি একদমই যে সবার অজানা- তা নয় বলেও জানিয়েছেন লিজা।

লিজা বলেন, ‘বিয়ে হয়েছে এটা তো আমার সহকর্মী ও ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। যদিও এখনো সেভাবে বড় কোনো অনুষ্ঠান করিনি আমরা। চেয়েছিলাম একটা অনুষ্ঠান করব, সেখানে পরিবারের সব সদস্যর পাশাপাশি ইন্ডাস্ট্রির এবং বিনোদন অঙ্গনের সাংবাদিক ভাই-বোনরা থাকবে। তারপরই না হয় বিষয়টি শ্রোতামহল জানুক। শুধু অনুষ্ঠানের জন্য ওয়েট করছিলাম। কিন্তু এখন তো হয়ে গেল উল্টা।’

এদিকে, কয়েকটি সংবাদমাধ্যমে সবুজ খন্দকারের সঙ্গে তার এ বিয়েকে ‘গোপনে বিয়ে’ বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নজর এড়ায়নি গায়িকার। চ্যানেল 24 অনলাইনের সঙ্গে আলাপচারিতায় এ ধরনের সংবাদে কিছুটা বিব্রত হয়েছেন বলে জানান তিনি।

লিজা বলেন, ‘বিয়েটা গোপনে হয়নি। আমার পরিবারের সম্মতিতে ঘরোয়াভাবেই হয়েছে। সবাই হয়তো অন্তত এটা জানেন, আমার বড় পরিবার। এ কারণে চাচ্ছিলাম সবাইকে নিয়ে ছোটখাটো একটা অনুষ্ঠান করব, একটু মজা করব।’

আসছে ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন ‘ভালোবাসি বলা হয়ে যাক’ খ্যাত এ গায়িকা। তিনি বলেন, আমাদের এমনিই প্ল্যান ছিল ডিসেম্বরের দিকে একটা অনুষ্ঠান করব। বাইরে থাকে ও (সবুজ খন্দকার), যাওয়া-আসার মধ্যে থাকে। এদিকে আমি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। দু’জনের একসঙ্গে সেভাবে সময় মিলছিল না। এ জন্য ডিসেম্বরে অনুষ্ঠান করার প্ল্যান করেছিলাম। কিন্তু এখন দেশে হরতাল-অবরোধ চলছে বিধায় আমরা পরিকল্পনায় কিছুটা চেঞ্জ এনেছি। নির্বাচন হয়ে গেলে তারপর অনুষ্ঠান করব।’

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো’য় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন লিজা। এরপর ২০১২ সালে একক অ্যালবাম তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১ প্রকাশ হয়। ২০১৫ সালে প্রকাশ হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলি সুরাইয়া’। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে নিয়মিত একক সংগীতে কণ্ঠ দেয়ার পাশাপাশি অর্ধশতাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এ গায়িকা।