ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৯ নভেম্বর ২০২৩ : মেট্রোরেলের কারণে স্বস্তিতে মিরপুর থেকে মতিঝিল-গুলিস্তান কিংবা মোহাম্মদপুর থেকে উত্তরার যাত্রীরা। গণপরিবহনগুলো যাত্রী সঙ্কটে আছে বলছে সংশ্লিষ্টরা। যাত্রী না পাওয়া সংশ্লিষ্টদের মাথাব্যথার কারণ হলেও, মেট্রোতে স্বস্তি নিয়ে দ্রুততার সাথে কর্মস্থলে পৌঁছতে পেরে খুশি কর্মজীবীরা।
Advertisement
বিশ্বের ধীর গতির শহরের তকমা পাওয়া রাজধানী ঢাকায় মেট্রোরেল দিয়েছে নতুন গতি। এনেছে স্বস্তি। পার্থক্যটা চোখে পড়বে মেট্রোরেল চালু হওয়ার রুটগুলোর বাস স্টপেজগুলোতে। পল্লবী থেকে মতিঝিলে যাওয়ার অপেক্ষায় এ গণপরিবহনগুলো। ডাকাডাকির পরেও মিলছে না কাঙ্খিত যাত্রী। মেট্রো চালুর পর থেকেই দিনে প্রায় ২ হাজার টাকা কম আয় হচ্ছে, বলছেন বাস চালকরা।
Advertisement
বিকল্প না ভাবলে, আগামীতে তারা বাস কীভাবে চালাবেন, সে নিয়েও সংশয় প্রকাশ করেন অনেকে। তবে, মেট্রো যে রুটে চলছে না, সে রুটে নেই যাত্রী না পাওয়ার অভিযোগ। গণপরিবহনের যখন অবস্থা এমন, তখন ঠিক তার উল্টোচিত্র, পাশের মেট্রোরেল কাউন্টারে। সারিবদ্ধ লম্বা লাইনে যাত্রীরা, টিকেটের অপেক্ষায়। ছিল জানার: এ যাত্রা কেমন?
Advertisement
বাসের মতো মেট্রোতেও হচ্ছে ভীড়, তবে তাতে অনুযোগ থাকলেও, অভিযোগ নেই যাত্রীদের। এরই মধ্যে বাসের কয়েক লাখ যাত্রী নিয়ে গেছে মেট্রোরেল। আর একে একে সব স্টেশনগুলো চালু হলে, গণপরিবহনের সেবা বাড়ানোর বিকল্প থাকবে না বলছেন খোদ যাত্রীরাই।