বাসে আগুন দিতে এসে জনতার হাতে যুবক আটক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৯ নভেম্বর ২০২৩ : রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় বিহঙ্গ পরিবহনে আগুন দিতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে  সিয়াম নামের এক যুবক। পরে গণপিটুনি দিয়ে ওই যুবককে পুলিশে দেয় তারা।  শনিবার (১৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল  বাতেন।

Advertisement

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ঘোষিত তফসিলকে অবৈধ ঘোষণা করে হরতালের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী দলগুলো। টানা ৪৮ ঘণ্টা হরতালের আগের দিন শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে তালতলায় বিহঙ্গ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার পর সিয়াম নামের ওই যুবককে আটক করে উপস্থিত জনতা।

আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। তবে আমাদের আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগে আগুন নিভে যায়।

Advertisement

এদিকে রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া টানা ৪৮ ঘণ্টার হরতালের সময় বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলেও আশ্বাস দিয়েছে মালিক সমিতি।

এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। মূলত বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে তারা। গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি, পরে ঘোষণা দিয়ে একই দিনে হরতাল পালন করে জামায়াত সহ যুগপৎ আন্দোলনের শরিকরা।

Advertisement

পরে সপ্তাহের শুক্র-শনি ও মঙ্গলবাদ বাদ রেখে টানা অবরোধের কর্মসূচি পালন করে দলগুলো। গত বুধবার (১৫ নভেম্বর) আসন্ন দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখান করে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করে বিএনপি। পরে একই কর্মসূচি ঘোষণা করে জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল।