ইংল্যান্ডে পাঠানোর নামে কোটি টাকা লোপাট! (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নাটোর প্রতিনিধি,শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ : ইংল্যান্ডে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে নাটোরের প্রতিবন্ধী জুলেখা আক্তার জুলি। টাকা ফেরত চাইলে সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।

Advertisement

শারীরিক প্রতিবন্ধকতার সুযোগে বেসরকারি সংস্থার মাধ্যমে দু’বার যুক্তরাজ্য ভ্রমণ করেছেন জুলেখা। টুকটাক কাজ করেন গ্রামের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে। সেই ভাবমূর্তি কাজে লাগিয়ে প্রতারণার পথ বেছে নেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিদেশে পাড়ি জমানোর প্রলোভনে বারঘরিয়ার প্রায় একশত পরিবার নিঃস্ব। যা নিয়ে হয়েছে মানববন্ধনও।

ভুক্তভোগী কৃষক রেজাউল করিম জানান, লন্ডন যাওয়ার আশায় ধার-দেনা, গরু ও ভ্যান বিক্রি করে ৫ লাখ টাকা তুলে দেয় জুলেখার হাতে। বছর পেরোলেও লন্ডনে যাওয়া হয়নি তার। ফেরত পাননি টাকাও। তাই এখন প্রায় নিঃস্ব। পাওনাদারদের চাপে পালিয়ে বেড়ানোর অবস্থা তার।

Advertisement

অন্যান্য ভুক্তভোগীরা জানান, জুলেখা দুইবার লন্ডনে যাওয়ায় আমরা সবাই তাকে বিশ্বাস করেছিলাম। আমাদের সবার টাকাই সে আত্মসাৎ করেছে। তার কাছে কেউ টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেয়ার পাশাপাশি বাসা থেকে বের করে দেয়া হয়।

প্রতারণার অভিযোগ অস্বীকার করে জুলেখা আক্তার বলেন, গরিব-দুঃখী মানুষজনের উন্নতি করতে গিয়ে উল্টো আমি নিজেই প্রতারিত হয়েছি। লন্ডনে মানুষজনকে পাঠানো নিয়ে আমার শিক্ষক বগুড়ার এস শাহাজাদার সঙ্গে কাজ করছিলাম। যখন যাওয়ার সময় হয় তখন সে তার মুঠোফোন বন্ধ করে দেন।

এদিকে টাকা লেন-দেনের ভিডিও দেখে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। জুলেখাসহ প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।

Advertisement

নাটোর সদর থানা ওসি নাছিম আহমেদ বলেন, এই প্রতারণা চক্রের তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। জুলেখা আক্তারকে গ্রেপ্তারের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, বারঘরিয়া গ্রামের ৯৭ জনের কাছ থেকে অন্তত ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।