ব্রাজিলের তারকা মিডফিল্ডার অস্কারের দারুণ এক হ্যাটট্রিকে এফএ কাপের শেষ ষোলোতে উঠেছে প্রিমিয়ার লিগে ভুগতে থাকা চেলসি। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির দল এমকে ডনসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
রোববার প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে চেলসি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৫ মিনিটে দিয়েগো কস্তার বাড়ানো বল ধরে চেলসিকে এগিয়ে দেন অস্কার। ছয় মিনিট বাদেই অবশ্য গোলটি শোধ করে দেন ইংলিশ মিডফিল্ডার মাইকেল পটার। এরপর ১২ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয়ও প্রায় নিশ্চিত করে ফেলেন অস্কার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান এডেন হাজার্ড। ডি বক্সের মধ্যে তাকে পটার ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। তা থেকেই এ মৌসুমে ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন বেলজিয়ামের এই তারকা মিডফিল্ডার। ৬২তম মিনিটে হ্যাজার্ডের ক্রস থেকে বুরকিনা ফাসোর তরুণ মিডফিল্ডার বেরত্রান্দ ত্রাওরে বল জালে জড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গাস হিডিংকের দল।