বালু সন্ত্রাসীদের সহায়তা করেন মন্ত্রী, ২৪ দিন পর চাকরি গেল নদী কমিশন চেয়ারম্যানের

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ : জাতীয় নদী রক্ষা কমিশন এর চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৮ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Advertisement

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ড. মঞ্জুর আহমেদ চৌধুরী, চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে এতদ্বারা বাতিল করা হলো।

২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ড. মঞ্জুর আহমেদ চৌধুরী তিন বছরের জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। সেই হিসেবে এই পদে তার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা। এখন চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করায় এক বছরের বেশি সময় আগেই তাকে এই পদ ছাড়তে হচ্ছে। নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর নানান পদক্ষেপ নিয়ে আলোচনায় ছিলেন মঞ্জুর আহমেদ চৌধুরী।

Advertisement

উল্লেখ্য, গত মাসে ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন,  নদী দখলদারদের পেছনে রাজনৈতিক শক্তি আছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করছেন, সেই সন্ত্রাসীদের সঙ্গে চাঁদপুরের একজন নারী মন্ত্রীর সম্পর্ক আছে।

তাই ধারণা করা হচ্ছে একজন মন্ত্রীকে জড়িয়ে তার এমন বক্তব্যের কারণেই চুক্তি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Advertisement