মাচায় বারোমাসি তরমুজ চাষে দ্বিগুণ লাভ! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঠাকুরগাঁও প্রতিনিধি ,মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ : ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠছে মাচায় তরমুজ চাষ। বিশেষ জাতের এই তরমুজ চাষে দ্বিগুণ লাভ। তাই জেলায় বাড়ছে এর চাষ-পরিধি। বেশ কয়েক বছর ধরে তরমুজ চাষ করে আসছেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন। তেমন ফলন বা দাম মেলেনি।

Advertisement

অবশেষে ভাতিজা লিপু মিয়াকে সাথে নিয়ে দুই একর জমিতে, এই বিশেষ জাতের তরমুজ চাষ করছেন। গাছে গাছে ঝুলছে তরমুজ, ফলনে ভরে গেছে মাচা। ২ লাখ টাকা খরচ হলেও ৫ থেকে ৬ লাখ টাকার ফল বিক্রি করবেন। তার আশা— এবার ভাগ্য ফিরবে।

Advertisement

অসময়ের তরমুজ চাষে জয়নালের সফলতা দূরদুরান্ত থেকে দেখতে আসে মানুষ। আগে বর্ষা মৌসুমে তরমুজ চাষ হতো না। জেলা কৃষি দপ্তর বলছে, মাচা পদ্ধতিতে বারো মাসই, বিশেষ জাতের ব্ল্যাক কুইন, ইয়েলো ড্রাগন আর ব্ল্যাক হানি চাষ তরমুজ চাষ করা যায়। এ পদ্ধতিতে এবার ঠাকুরগাঁও জেলায় ২৭ একর জমিতে তরমুজ চাষ হচ্ছে।

Advertisement

এ জাতের তরমুজ অনেক মিষ্টি ও সুস্বাদু। মাচায় তরমুজ চাষে খরচও তুলনামূলক কম। ফলে দিন দিনই বাড়ছে মাচায় তরমুজ চাষের পরিধি।