ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। সোমবার (২৪ জুলাই) রাতে মোবাইল ফোনে কল করে অজ্ঞাত ব্যক্তি তাকে এ হুমকি দেয়। এ ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি ( জিডি নং ১৩৬১ ) করেছেন হিরো আলম।
Advertisement
হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম। তিনি দাবি করেন, ‘01323792… নম্বর থেকে কল আসে। নিজের নাম-পরিচয় না দিয়ে বারবার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে। হুমকি দিয়ে বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিবো। বার বার গালিগালাজ করে, আর অনবরত হুমকি দিতে থাকে।’
Advertisement
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো হিরো আলম বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। ইতোমধ্যে হত্যার হুমকির বিষয়টি আমি ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছি এবং হাতিরঝিল থানায় তো জিডিই করেছি।
Advertisement
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন হিরো আলমের করা সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিরাপত্তা শঙ্কা ও হত্যার হুমকির বিষয়ে হিরো আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি আগামীকাল (মঙ্গলবার) আদালতে জানাব এবং আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।