‘জয় বাংলা’ স্লোগান আওয়ামী লীগের একক সম্পত্তি নয় : মেয়র আইভী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জ প্রতিনিধি, শনিবার, ১৫ জুলাই ২০২৩ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘জয় বাংলা বলতে দ্বিধা করবেন না। জয় বাংলা রণাঙ্গনের স্লোগান। আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল জয় বাংলাকে।’

Advertisement

শনিবার (১৫ জুলাই) সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে নারীপক্ষের তিন দিনের তরুণ নারী সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

Advertisement

মেয়র আইভী বলেন, ‘জয় বাংলা সকলের। কৃষক-মজুরের স্লোগান, আমজনতার স্লোগান। আপনার, আমার মত নারীদের স্লোগান। যেই স্লোগান দিয়ে ওই সময় সাহস জোগাতো, সেই স্লোগান দিয়ে একদম মাঠে নেমে যাবেন। এটা আমাদের সকলের স্লোগান। এটা শুধু আওয়ামী লীগের স্লোগান নয়। দয়া করে এইটা মাথার মধ্যে রাখবেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিকিৎসক নায়লা জামান খান, নারীবাদী গবেষক আফরোজা সোমা, ব্যারিস্টার রাশনা ঈমাম।

Advertisement

আরও উপস্থিত ছিলেন, নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারীপক্ষের সভাপ্রধান ফিরদৌস আজীম। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অনুযায়ী নারী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে ২০০ জন তরুণ নারীসহ বিভিন্ন পর্যায়ের ৩০০ জন নারী অধিকারকর্মী অংশগ্রহণ করেন।