মিজান পার্টির খপ্পরে বিচারক-পুলিশসহ অন্তত ৭০০ জন (ভিডিও)

SHARE

মিজান হোসেন, কখনো তরকারি আবার কখনো দিনমজুরের কাজ করলেও সহজ উপায়ে বেশি টাকার লোভে পা বাড়ান অপরাধ জগতে। সদস্য হন অজ্ঞান পার্টির। খাবারের সঙ্গে ওষুধের গুঁড়া মিশিয়ে বিশেষ হালুয়া তৈরিতে পটু তিনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে মিজান জানায়, ভুক্তভোগী অজ্ঞান হওয়ার পরে পাশে যে থাকে, সে সবকিছু নিয়ে নেয়। তার দায়িত্ব পাশে থাকা, খাওয়ার সময় চায়ে খাওয়ানো।

Advertisement

দীর্ঘদিন ধরে এ অপকর্মের সঙ্গে জড়িত মিজান। নানান কৌশলে অন্তত ৭০০ সর্বস্বান্ত হয়েছেন তার হাতে। অবশেষে রাজধানীর শনিরআখড়া থেকে গ্রুপের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের অপকর্মে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কয়েকজন।

ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) মশিউর রহমান জানান, বাংলাদেশের কিছু অসাধু ফার্মেসি কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়াই এসব ওষুধ বিক্রি করে। যে কারণে এসব অপরাধ হচ্ছে।

এর আগে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও তারা অন্ধকার জগতে ফিরে আসে বলে জানান, অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

Advertisement

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ জানান, তারা লঞ্চে বা বাসে উঠে মলম-দাঁতের ব্যথার ওষুধ বিক্রি করার বেশ নিয়ে কম দামে দিয়ে দিত। পাশে থাকা দালালরা সস্তা জনপ্রিয়তা তৈরি করে ফাঁদে ফেলত।

বাইরে চলার পথে অজ্ঞান পার্টির খপ্পর থেকে রক্ষা পেতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।