ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভোলার লালমোহন প্রতিনিধি , শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ : ভোলার লালমোহনে ভিক্ষুককে ৫০ টাকা সাহায্যের নামে এক হাজার টাকার জালনোট দিয়ে তার কাছ থেকে ৯৫০ টাকা নিয়ে গেছে এক প্রতারক।
শুক্রবার সকালে লালমোহন লাঙ্গলখালী বাজারে এ প্রতারণার ঘটনা ঘটে। বৃদ্ধটি তার উপার্জিত ৯৫০ টাকা খুইয়ে এখন দিশেহারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ লোকটি লাঙ্গলখালী বাজারে ভিক্ষা করেন। সকালে লাঙ্গলখালী বাজারে উত্তর পাশে কালভার্টের কাছে এক মোটরসাইকেল যাত্রী তাকে কিছু ভিক্ষা দেবে বলে এক হাজার টাকার খুচরা চায়।
Advertisement
ভিক্ষুককে এক হাজার টাকার একটি জালনোট দিয়ে ভিক্ষুকের কাছ থেকে ৯৫০ টাকা নিয়ে চলে যায়। ভিক্ষুকের সঙ্গে এমন জঘন্য প্রতারণায় হতবাক স্থানীয়রা।