ফেসবুকে স্ত্রীর নগ্ন ছবি, স্বামী গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),হবিগঞ্জ প্রতিনিধি,শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ : হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইসমাইল মিয়া (২৫) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তার ইসমাইল সদর উপজেলার জালালাবাদ গ্রামের সুন্দর আলীর ছেলে।

এর আগে ইসমাইলের স্ত্রী তার বিরুদ্ধে থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। পরে থানার এসআই মমিনুল হক তাকে গ্রেপ্তার করেন।

Advertisement

মামলায় অভিযোগ করা হয়, প্রায় ৫ বছর আগে ইসমাইলের সঙ্গে বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এই তরুণীর বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হলে ইসমাইল তার স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।