”মাসুদ রানা” ২,২৪০০০টাকা নিয়ে পালিয়ে গেছে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোর্টার,শনিবার, ১১ ডিসেম্বর ২০২২ : রাজধানী ঢাকা যাত্রাবাড়ী শনির আখড়া ৩৭/৩৮ গোবিন্দপুর শাহচন্দ্রপুরী গার্ডেন সিটি হইতে ”মাসুদ রানা” নামে একব্যাক্তি ২২৪,০০০(দুই লাখ চবিশ হাজার) টাকা নিয়ে পালিয়ে গেছে। এই ব্যাপারে যাত্রাবাড়ী থানাতে একটি মামলা রুজু করেন সেইফ গার্ড সিকিউরিটি সাভিস লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম। ঘটনায জানা যায়,গত ৭ ডিসেম্ভর রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় ”মো মাসুদ রানা ”শাহচন্দ্রপুরী গার্ডেন সিটি হইতে ২ লাখ ২৪ হাজার টাকা ক্যাশ নিয়ে পালিয়ে যায়। মোঃ মাসুদ রানা ম্যানেজার পদে শাহ চন্দ্রপুরী গার্ডেন সিটি গার্ডেনে কর্মরত ছিল, সেইফ গার্ড সিকিউরিটি সার্ভিস লিঃ এর পক্ষে। তাহার বাড়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার দক্ষিন হাজীপুর গ্রামে । তার পিতার নাম মোঃ আমিনুর রহমান । তাহার পিতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সে বলে, রীতু নামে এক মেয়েকে তাহার পুত্র বিয়ে করে শ্যামনগর থানার পাশে বাসা ভাড়া করে বউ নিয়ে থাকে । পলাতক মাসুদ রানার মোবাইল নাম্বার ০১৯৮০৫৩০৪৮৩ ও ০১৭৭৫৩৩৪৭২০ নাম্বারে ফোন করে তার কোন সাড়াশব্দ পাওয়া যায় নি।তাহার ওয়ার্ডের মেম্বার আঃ রশীদ এর সাথে মোবাইলে যোগাযোগ করলে আইনের ব্যবস্থা করার কথা বলে। কেহ তাহার সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করে সেইফ গার্ড সিকিউরিটি সার্ভিস লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম । ব্যাবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম ০১৭১৪৭৩৩৩৭৬ ও ০১৯৯৩৭০১৩৬৭ এবং ০১৯৮৪৩২৩৪০৪ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হেয়েছে। (চলবে ৩)