বিএনপির আহ্বান প্রত্যাখ্যান, সংসদ থেকে পদত্যাগ করছে না জাপা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১১ ডিসেম্বর ২০২২ : জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার পতনের আন্দোলন করছে না জাপা। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্র রক্ষায় আন্দোলন করছি আমরা। শনিবার (১০ ডিসেম্বর) বার্তা সংস্থা বাসসকে তিনি এসব কথা জানান।

মুজিবুল হক চুন্নু বলেন, বিএনপি সংসদ থেকে পদত্যাগ করল কি-না সেটার সঙ্গে জাতীয় পার্টির কোনও সম্পর্ক নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য রাজনীতি করছি আমরা। সংসদ থেকে পদত্যাগ করবে না জাপা।

তিনি বলেন, রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে বিএনপি। তাদের রাজনীতির সঙ্গে জাতীয় পার্টির আদর্শগত পার্থক রয়েছে। সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে যা অনেক ভিন্ন।

জাপা মহাসচিব বলেন, বিএনপির এমপিরা রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। জাপার নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে। সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে আন্দোলন চলছে আমাদের।