জীবনের কঠিন সময়ে আবারও গাইলেন আকবর (ভিডিও)

SHARE
জীবনের কঠিন সময়ে আবারও গাইলেন আকবর (ভিডিও)

গায়ক আকবর

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বুধবার , ২৬ অক্টোবর ২০২২ : ‘তোমার হাত পাখার বাতাসে’— শিরোনামের গানটি ইত্যাদিতে গেয়ে পরিচিত লাভ করেন গায়ক আকবর। কিন্তু এখন অসুস্থতায় ভুগছেন এই গায়ক। গত ১৬ অক্টোবর জানা যায় তার ডান পা কেটে ফেলা হয়েছে।

বর্তমানে এই শিল্পী রাজধানীর মিরপুরের বাসায় রয়েছেন। সেখানে বিভিন্ন সময় সংগীতাঙ্গনের নানা তারকারা দেখতে যাচ্ছেন তাকে। গত শনিবার (২২ অক্টোবর) বিটিভির সাবেক মহাপরিচালক ও নাট্য ব্যক্তিত্ব ম হামিদ দেখতে গিয়েছিলেন এই গায়ককে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী ও অভিনেতা মামুন রিয়াজী, আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ইউনুস, জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস, চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মো. নাসিম আক্তারসহ আরও অনেকে দেখতে গিয়েছিলেন আকবরকে। এসব তারকারা আর্থিক সহায়তা করেন আকবরকে।

এ সময় নকুল কুমার বিশ্বাস বলেন, আমি চাইব আকবর আবার গান করুক। ওর কণ্ঠ তো ব্যতিক্রমী কণ্ঠ। আমরা তো দীর্ঘদিন সাধনা করে গান করছি। কিন্তু আকবর শুনে শুনে গান করেছে। ওর তো কোনো ওস্তাদ ছিল না। ও তো সংগীতের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না। তারপরও সে যে এত সুন্দর করে গান করতো, তা অবাক করতো আমাদের।

 

এ সময় গায়ক আকবর ‘দুঃখ আমার মাথার মুকুট’ শিরোনামের গানটি খালি গলায় উপস্থিত অতিথিদের গেয়ে শোনান।

আকবর যশোর শহরে রিকশা চালাতেন। ‘ইত্যাদি’তে গান গাওয়ার পরে ভাগ্যের পরিবর্তন হয় তার। কিন্তু দীর্ঘিদিন ধরে অসুস্থ থাকার জন্য স্টেজ শো করতে পারছেন না এই গায়ক।