ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জ প্রতিনিধি,রোববার, ২৩ অক্টোবর ২০২২ :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তালিকা ও নারী নির্যাতনের বিরুদ্ধে খেলা হবে। গুম খুনের বিরুদ্ধে খেলা হবে।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, কত মানুষকে হত্যা করে আজ বড় বড় কথা বলো তোমরা। আজ নাকি তারা বাধা পাচ্ছে। অথচ আওয়ামী লীগ অফিসের সামনে একুশে ফেব্রুয়ারিতে আলোচনা সভা পিটিয়ে পণ্ড করেছে। এই দল কে? এই দলের বিরুদ্ধে খেলা হবে। মোকাবিলা হবে রাজপথে। আসল মোকাবিলা হবে ডিসেম্বরে।
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তত্ত্বাবধায়ক ভুলে যান। সারা দুনিয়ায় যেভাবে নির্বাচন হয় আমাদের সংবিধানেও সেভাবেই নির্বাচনের কথা আছে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপির মতো গুন্ডা-ফুন্ডা নিয়ে ১১টার আগে ভোট শেষ করার বিরুদ্ধে খেলা হবে। মোকাবিলা হবে। তাদের কোথাও ত্রিশ পঁয়ত্রিশ হাজার, আবার কোথায় ষাট-সত্তর হাজার লোক জমায়েত হয়। তারা বলে লাখ লাখ নাকি! আমাদের এ নারায়ণগঞ্জেই লাখ মানুষ এখানে জমায়েত হয়েছে। এই লাখ লোক দিয়েই অ্যাকশন হবে, খেলা হবে।
নারায়ণগঞ্জের শামীম ওসমান ও আইভীর প্রশংসা করে বলেন, আওয়ামী লীগের জন্ম ও ভাষা আন্দোলনের সূতিকাগার এ নারায়ণগঞ্জ। শামীম ফাইটার পলিটিশিয়ান। তার সঙ্গে আছে পর পর তিন বার নির্বাচিত জনমানুষের মেয়র। আজকের এ সম্মেলনে তারা দুজনই এসেছেন। আমার আসা সার্থক হয়েছে কারণ এখানে এক সঙ্গে সবাই বসে আছেন, ইনক্লুডিং শামীম অ্যান্ড আইভী। নারায়ণগঞ্জের শক্তি হচ্ছে এরা। আগামীদিন কঠিন দিন আসছে।
নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কমিটির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নতুন নেতাদের তো আসতে দেন না। মশারির ভেতরে মশারি টানান। বসন্তের কোকিল আছে, দুঃসময়ের কর্মীরা নেই। এই আওয়ামী লীগের দরকার নেই। কিছু মানুষ আছে, টাকা ছাড়া কিছুই বুঝে না। আর কত টাকা দরকার তাদের? কে কী করেন সব শেখ হাসিনার কাছে রিপোর্ট আছে।