খুলনায় রাতভর ছাত্রদল নেতা শ্রাবণের শোডাউন (ভিডিও)

SHARE
খুলনায় রাতভর ছাত্রদল নেতা শ্রাবণের শোডাউন (ভিডিও)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনা প্রতিনিধি,শনিবার , ২২ অক্টোবর ২০২২ : খুলনায় ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার (২১ অক্টোবর) রাত থেকে শোডাউন করছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ।

শ্রাবণের শোডাউনের সময় তার অনুসারীরা দলের বিভাগীয় এই সমাবেশকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন খুলনার দলীয় পার্টি অফিস। এছাড়াও এ সময় দলটির স্থানীয় নেতাকর্মীসহ বিএনপি সমর্থিত অন্যান্য মানুষের ভিড় দেখা যায়।

ছাত্রদল নেতা শ্রাবণ এ সময় চ্যানেল 24-কে বলেন, ছাত্রদল খুলনা মহানগরি বিএনপি অফিসের সামনে অবস্থান নিয়েছে। ছাত্রদল রাস্তায় আছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো বাধা আর কাজ করবে না।

তিনি আরও বলেন, আমরা কেন্দ্রীয় থেকে এসেছি। ছাত্রদল খুলনা বিভাগের সব ইউনিট এসেছে। যেহেতু ছাত্রদল রাজপথে রয়েছে, এ জন্য আমরা আর কোনো বাধার ভয় পাই না।

সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের আসতে সমস্যার ব্যাপারে শ্রাবণ বলেন, নেতাকর্মীদের আসতে বাধা দেয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে যারা আসছে তাদের আটকানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। যত বাধা আসুক, গ্রেপ্তার করা হোক, ছাত্রদল গ্রেপ্তার এবং গুম-খুনকে মেনে নিয়েই রাজপথে নেমেছে।