ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনৈতিক প্রতিনিধি, শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২ : জাতীয় পার্টি। যেখানে নিয়মিতই চলে বহিষ্কার, অব্যাহতি আর ভাঙনের খেলা। রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরানোর তৎপরতার মাঝেই অব্যাহতি দেয়া হলো প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে।
গত তিন সপ্তাহ ধরে রওশনপন্থীদের ইটের জবাব পাটকেল দিয়ে দিচ্ছেন জি এম কাদের অনুসারীরা। আচমকা কাউন্সিল ডাকায় রওশনকে বিরোধী দলীয় নেতার চেয়ার থেকে সরাতে স্পিকারকে চিঠি দেন জাতীয় পার্টির ২৩ এমপি। কিন্তু ওই চিঠির বিরোধিতা করে গণমাধ্যমে বক্তব্য দেন রওশনপন্থী হিসেবে পরিচিত বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। আর তাতেই চটে যান জিএম কাদের। প্রেসিডিয়াম সদস্যসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয় সাবেক এই মহাসচিবকে।
উদ্ভুত পরিস্থিতে জিএম কাদেরের বিরুদ্ধে রাঙ্গা কড়া হুঁশিয়ারি দিলেও সুর বদলালেন একদিন না ঘুরতেই। সংবাদ সম্মলন ডেকে বললেন তিনি দুঃখিত। রওশন ও জিএম কাদেরপন্থীদের এই বিপরীতমুখে অবস্থানে নমববারের মতো ভাঙনের শঙ্কা দলটিতে।
তবে রাঙ্গার অভিযোগ, জাতীয় পার্টি এখন বিএনপির পকেটে ঢুকেছে। এমন চলতে থাকলে দলীয় পদ ছাড়ার কথাও বলেন তিনি। রাঙ্গা জানান, নতুন কোনও দলে যোগ দেবেন না তিনি।
এদিকে প্রায় সব হারানো রাঙ্গার হুইপ পদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান। পাল্টা সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, অনেক আগে থেকেই দলের শৃঙ্খলা ভাঙছেন রাঙ্গা।
তিনি বলেন, জাতীয় পার্টি (জাপা) কারোর দালাল নয়, কারোর পকেটে নেই। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। মানুষের মন জয় করে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। তাই আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
তাই বলা যায়, জাতীয় নির্বাচনের আগে নাটকে ভরপুর জাতীয় পার্টি।