ছেলেদের ছিনতাই করা ৩১ লাখ টাকা অবশেষে ফেরত পেলেন বাবা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ : রাজধানীর মানিকদিতে ছিনতাই হওয়া ৩১ লাখ টাকা সন্তানদের কাছ থেকে উদ্ধারের পর ফিরিয়ে দেয়া হয়েছে বাবাকে। এ ঘটনায় গ্রেপ্তারও হয় তিন ছেলেসহ ৫ জন।

জানা গেছে, বৃদ্ধ জয়নাল মিয়া ও তার স্ত্রী অনুফা বেগম। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩১ লাখ টাকা তুলে দিচ্ছে গোয়েন্দা পুলিশ। যেই শেষ সম্বলটুকো ছিনতাই করে নিয়েছিলেন তিন সন্তান।

গত ২৮ জুনে নিজের ২ কাঠা জমি বিক্রি করে পাওয়া ৩১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে, তিন ছেলে আরেক সহযোগীকে নিয়ে ছিনতাইকারীর ছদ্মবেশে- হাতুড়ি ও লোহার রড দিয়ে আক্রমণ করে বৃদ্ধ বাবাকে। গোড়ালি, হাঁটু ও সারা শরীর জখম করে ছিনিয়ে নেয় টাকা।

পরে ডিবি পুলিশ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা থেকে গ্রেপ্তার করে তিনছেলেসহ পাঁচজনকে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় টাকা।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা পুরো টাকাটাই উদ্ধার করে বৃদ্ধ মা-বাবাকে ফিরিয়ে দিয়েছি। মা-বাবার টাকা ছিনতাই করা এ ছেলেগুলো অনেক দিন ধরেই এ পথে এসেছেন। মা-বাবার উচিত ছিল, ছেলেদের খোঁজখবর রাখা।

তিনি বলেন, ছেলেরা জেল থেকে বের হয়ে আবারও হামলা করতে পারে বলে বাবা-মা আশঙ্কা করছেন। কিন্তু এ ধরনের যদি কোনো কিছু ঘটে, তাহলে তাদেরকে আবারও গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে।