ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাজহারুল ইসলাম স্বাধীন,ক্রাইম রিপোর্টার, বুধবার , ০৭ সেপ্টেম্বর ২০২২ : কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে আগুন লাগানোর অভিযোগ উঠেছে৷ তবে কোন শত্রুতার কারণে নয়, ইন্সুইরেন্সের টাকা পেতেই এমন ঘটনা ঘটিয়েছে অভিযোগ বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর৷ গত ৩১শে আগস্ট রাত ১০ টা ৩৮ মিনিটে এ ঘটনা ঘটেছে৷ এই নিয়ে গত একসপ্তাহ যাবৎ চলছে আনাগোনা৷ তবে বিষয়টি গতকাল থেকেই প্রকাশিত হয়ে উঠে জোরালো ভাবে৷ গতকাল বাজার ব্যবসায়ীদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে লিফলেট বিতরণ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিভিন্ন মত প্রকাশ করেন৷ এই নিয়ে বুধবার বিকাল তিনটা সময় বাজার কমিটির পক্ষে সহসভাপতি হাজী আলহাজ্ব ইব্রাহীম এক জরুরী সভা ডাকেন৷ সভায় ০৪ নং চান্দের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে বাজার কমিটি, ব্যবসায়ী ও এলাকার গুণীজনেরা উপস্থিত ছিলেন৷ সভায় অনেকেই অভিযোগ আনেন যে উক্ত বাজারে ব্যবসায়ী এনামুল তার ভাই আল আমীনের দোকানে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করেন৷ উদ্দেশ্য আল আমীনের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ইন্স্যুরেন্স করা আছে৷ মোটা অংকের টাকা পেতেই এনামূল এমন ঘটনা ঘটিয়েছে৷ বাজার কমিটির সহসভাপতি আলহাজ্ব ইব্রাহীম তার বক্তব্যে এনামুলকে উদ্দেশ্য করে জোড়ালো দোষী সাবস্ত করলে সবাই এনামুলে প্রতি উত্তেজিত হয়ে তার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেয়ারম্যান মোজাম্মেল হক এবং বাজারের অন্যতম ব্যবসায়ী শওকত আলী মোল্লা আইন নিজের হাতে না তোলার জন্য আহবান জানান এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন৷ অপরদিকে মোবাইল ফোনে এনামুল ও তার ভাই আল আমিনের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা জানতে চাওয়া হলে এরা উভয়ই জানায় ঘটনা কে ঘটিয়েছে তা সঠিক তদন্তের জন্য আল আমিন সে নিজে বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে৷