পুলিশ দম্পতির মিউজিক ভিডিও

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ : বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ইথি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত গানের চর্চা করে যাচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে ইথির নতুন গান ‘জড়িয়ে রবো তোর পাঁজরে’ শিরোনামের গান।

গানটির কথা ও সুর করেছেন আপন খান আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। এতে ইথির সঙ্গে মডেল হয়েছেন তার বর সাকলাইন। ইথির স্বামী সাকলাইনও কর্মরত আছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সাব-ইন্সপেক্টর পদে। ভিডিওটি পরিচালনা করেছেন আজাদ আল মামুন। গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে।

গানটি ইথি উৎসর্গ করেছেন তার জীবনসঙ্গী সাকলাইনকে। প্রথমবার ইথির কোনো গানে মডেল হলেন তার স্বামী। বিষয়টা নিয়ে উচ্ছ্বসিত ইথি। এ বিষয়ে তিনি বলেন, ‘‘অনেক দিনের ইচ্ছা আমার গানে পাশে থাকুক আমার স্বামী। সেই ইচ্ছেটা ‘জড়িয়ে রবো তোর পাঁজরে’ গানটির মাধ্যমে পূরণ হলো। অবশ্য আমার কাছের মানুষজন, কলিগদের অনুপ্রেরণাও ছিলো। গানটির কথা সুর সবার মন ছুঁয়ে যাবে। ভিডিওটি চমৎকার হয়েছে। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। আমি গানের মানুষ গান নিয়েই থাকতে চাই। আগামীতে আমার নিজের কথা ও সুরে নতুন গান উপহার দিতে চাই শ্রোতাদের।’’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ আয়োজনে ১৩ জুলাই (ঈদের চতুর্থদিন) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘জড়িয়ে রবো তোর পাঁজরে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

ইথির বাবা সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। নাট্যকার, জামালপুরে নিজস্ব থিয়েটার আছে। নাটক লিখেন ও পরিচালনাও করেন তার বাবা। ইথির বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিমণ্ডলে। মা সমাজ সেবা করেন। মায়ের ইচ্ছা মেয়ে দেশের সংগীতাঙ্গনে ভূমিকা রাখবে। মায়ের অনুপ্রেরণা ছোটবেলা থেকে তাকে তাড়া করে বেড়ায়।

ইথির মামাতো বোন সেলিনা বেগম জামালপুর শিল্পকলা একাডেমির গানের শিক্ষক। তার কাছেই গানের হাতেখড়ি ইথির। দেশাত্মবোধক ও লোকগীতির জন্য পেয়েছেন গোল্ড মেডেল। গান ছাড়াও ইথি নাচের তালিম নিয়েছেন শিল্পকলা একাডেমি থেকে।