শিক্ষকদের দাবি পূরণে চেষ্টা চলছে : শিক্ষামন্ত্রী

SHARE

1252পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়া পূরণে শিক্ষামন্ত্রণালয় চেষ্টা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন,  শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে অর্থসচিবের সঙ্গে কথা হয়েছে। তাকে বেতন-বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক আয়োজন করতে বলেছি। তিনি একমত হয়েছেন। সেই বৈঠকে আলোচনা করে কীভাবে সমস্যা সমাধান করা যায় সেই উদ্যোগ আমরা নেব। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গেও কথা বলব।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার। এতে পদাবনমন ঘটেছে বলে দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের।

পরে গত ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ হুঁমকি দিয়ে বলেছেন, শিক্ষকদের দাবি-দাওয়া চলতি মাসের মধ্যে মেনে না নিলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হবে। আগামী ২ জানুয়ারি ফেডারেশনের সভায় কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিনি।