জিয়া, এরশাদ, খালেদা চাননি বাংলাদেশ আত্মনির্ভরশীল হোক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,মঙ্গলবার, ২৪ মে ২০২২ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জিয়া, এরশাদ, খালেদা ২৯ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা চাননি বাংলাদেশ আত্মনির্ভরশীল, মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হোক। তাদের সাধের পাকিস্তান যেমন একটা অকার্যকর রাষ্ট্র, তেমনি বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন।

আজ সোমবার (২৪ মে) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বেঁচে ছিলেন বলেই আমরা বাঙালি জাতি মাথাউঁচু করে দাঁড়াতে পেরেছি। পৃথিবীর বুকে রোল মডেল হয়েছি। তাদের ২৯ বছরে কী হয়েছে? আর বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার আমলে কী হয়েছে? এই চিত্রটা একটু তুলনা করুন।’

মতবিনিময় সভায় কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরীসহ জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।