কনডম চুরি করতে গিয়ে মৃত্যু

SHARE

1220ক্রিসমাসের দিন একটি কনডম মেশিনে বিস্ফোরণ ঘটিয়ে চুরি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন জার্মানির একজন পুরুষ। ২৯ বছর বয়সের ওই ব্যক্তি দুই সহযোগীকে নিয়ে এক কনডম ভেন্ডিং মেশিনে ঘরে তৈরি একটি বোমা সংযুক্ত করে তাদের গাড়িতে আশ্রয় নেন।

গাড়ির দরজা বন্ধ করার আগেই বিস্ফোরণ ঘটে এবং উড়ে আসা একটি স্টিলের টুকরা আঘাত হানে তাকে। সহযোগীরা হাসপাতালে নিয়ে গেলে পরে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে দাবী করেন তার সহযোগীরা। কিন্তু পরে তাদের একজন স্বীকার করেন যে তারা ভেন্ডিং মেশিনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন।

তবে ওই মেশিন থেকে কোন কনডম খোয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। বেঁচে যাওয়া দুজনকে পরে আটক করা হয়েছে। জার্মানির রাস্তায় বিভিন্ন স্বয়ংক্রিয় কনডম ভেন্ডিং মেশিন থেকে অর্থের বিনিময়ে ক্রেতারা কনডম কিনতে পারেন।