সব পরিবহন থেকে তোলা হচ্ছে চাঁদা, জানে না ডিএসসিসি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ০৩ মে ২০২২ : এ যেন মগের মুল্লুক। নেই নিয়মের কোনো তোয়াক্কা। রিকশা, ভ্যান থেকে শুরু করে রাইড শেয়ারিংয়ের বাইক সব ধরনের পরিবহন থেকে জোর করে দক্ষিণ সিটি করপোরেশেনের নামে তোলা হচ্ছে চাঁদা। অথচ সিটি করপোরেশন বলছে, কিছুই জানে না তারা।
পণ্যবাহী ভ্যান থামিয়ে প্রকাশ্যে আদায় করা হচ্ছে চাঁদা। চাঁদা তোলার দায়িত্বে থাকা ব্যক্তির গায়ে দক্ষিণ সিটি করপোরেশনের লোগোসহ পোশাকও রয়েছে।
রিকশা থেকে পণ্য নামিয়ে বাসে তুলতে গিয়েও গুণতে হচ্ছে চাঁদা। ওই ব্যক্তির গায়ে অবশ্য সিটি করপোরেশনের কোনো পোশাক নেই। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল চাঁদা তোলার আরও বেশ কিছু দৃশ্য। রিকশা থামিয়ে চাঁদা তুলছেন ওই ব্যক্তিও। তার গায়েও নেই সিটি করপোরেশনের পোশাক।
এসব দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। স্থান রাজধানীর শাঁখারিবাজার। বেলা ১১টা থেকে দুপুর ১টা এই তিন ঘণ্টায় রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্তত একশো পরিবহন থেকে চাঁদা তুলতে দেখা যায় তিনজনকে।
অবাক করা বিষয় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল থেকেও টাকা তুলছেন তারা। যাত্রী নামলেও টাকা দিতে হয়, উঠলেও দিতে হয়। চাঁদাবাজির মহোৎসব চলছে শাঁখারিবাজার মোড়ে। যে যেভাবে পারছে সেভাবেই চাঁদা তুলছে। কিন্তু যারা চাঁদা তুলছে তাদের পরিচয় কী? চেষ্টা করা হয় তাদের পরিচয় জানার।
ভুক্তভোগীরা জানান, রিকশায় যাত্রী উঠলেই চাঁদা দিতে হয়। মোটরসাইকেল চালকরা জানান, টাকা না দিলে সার্জেন্টকে ধরিয়ে দেয়। তারা মামলা করে।
ফুটওভার ব্রিজ থেকে নেমে একজনের কাছ থেকে জানতে চাওয়া হলো কিসের টাকা তুলছেন তিনি। ওই ব্যক্তি জানান সিটি করপোরেশনের। তবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এই ফাঁকে পালিয়ে যান বাকি দুইজন।
চাঁদা তোলা এক ব্যক্তি জানান, রিকশা বা ভ্যানে বস্তা থাকলে ২০ টাকা দিতে হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে চাঁদা তুলছেন দুইজন। তবে ক্যামেরা দেখে সব অস্বীকার করেন তারা।
চাঁদা তোলা আরেক ব্যক্তি বলেন, আমরা তো চাকরি করি, আমরা জানি না কিছু।
ভুক্তভোগীরা বলছেন, চাঁদা ছাড়া এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই।
ভুক্তভোগীরা আরও বলেন, তারা আমাদের জানায়, আমরা সিটি করপোরেশন থেকে টাকা তোলার ডাক নিয়েছি। যেভাবে ইচ্ছা সেভাবে টাকা তুলছে তারা।
সিটি করপোরেশন বলছে, যত্রতত্র এভাবে চাঁদা তোলার নিয়ম নেই।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহাপরিচালক (পরিবহন) শহিদুল ইসলাম বলেন, নির্দিষ্ট স্থানের বাইরে থেকে চাঁদা তোলা অবৈধ। আর সিটি করপোরেশনের নামে যদি তারা তোলে সেটা অবশ্যই অবৈধ, আইনশৃঙ্খলাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
নির্দিষ্ট কিছু জায়গায় ইজারা তোলার নিয়ম থাকলেও ঢাকা দক্ষিণ সিটির নামে প্রতিনিয়ত অসংখ্য জায়গায় জোর করে তোলা হয় চাঁদা।