তিন মিনিটের ট্রেলারেই গায়ে কাঁটা ধরাচ্ছে ‘ভুল ভুলাইয়া ২’ (ভিডিও)

SHARE
তিন মিনিটের ট্রেলারেই গায়ে কাঁটা ধরাচ্ছে ‘ভুল ভুলাইয়া ২’ (ভিডিও)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ : টিজার ও একাধিক মোশন পোস্টার প্রকাশের পর ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমা। আর এবার সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হলো।

কমেডি ধাঁচের ‘ভুল ভুলাইয়া -২’ সিনেমাটির মাত্র তিন মিনিটের ট্রেলারেই গায়ে কাঁটা দেয়ার মতো অবস্থা। প্রকাশ হওয়া ট্রেলার দেখার পর নেটিজেনদের মতামত, সিনেমার ট্রেলারেই এতো শিহরণ জাগছে। আর সম্পূর্ণ সিনেমা তো এখনো বাকি।

ট্রেলারের শেষ দিকে জানানো হয়েছে, আগামী ২০ মে হরর সিনেমাটি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, বলি তারকা অক্ষয় কুমার অভিনীত ‘ভুল ভুলাইয়া’ সিনেমার সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া ২’। প্রথম সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছিলেন শাইনি আহুজা, বিদ্যা বালান, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেল, রাজপাল যাদব। এই সিনেমার সাফল্যের পর দ্বিতীয় সিনমো ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।

প্রথম সিনেমায় বিদ্যা বালানের ‘মঞ্জুলিকা’ চরিত্র বেশ প্রশংসিত হয়েছিল। এতে ‘আমি যে তোমার’ গানের দৃশ্যে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ এখনো ভুলতে পারেনি দর্শকরা।