ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার, ২৫ এপ্রিল ২০২২ : আপন মায়ের চেয়ে সৎ মায়ের দরদ বেশি। জন্মসূত্রে মার্কিন নাগরিক দুই শিশুও চান সৎমাকেই। কিন্তু নিজ সন্তানদের ফেরত চান আপন মা। এমন রিটের শুনানিতে আগামী ১৭ মে বাবাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ে শিশু দুটির ঠিকানা হবে দাদীবাড়ি।
মা মানে যদিও এক আঁচল মমতা তবে আপন সে ছায়াতলে থাকতে চায় না দুই শিশু। যতো আহ্লাদ-আবদার লুটোপুটি খায় সৎ মায়ের কাছে।
দেশের সর্বোচ্চ আদালতে দেখা গেল এমনই উলটপূরান গল্প। প্রশ্ন জাগছে নাড়ির প্রতি টান নেই কেনো নাড়িছেড়া সন্তানদের? সৎমা বলছেন, গর্ভধারিণী মানসিক ভারসাম্যহীন, যদিও আপন মায়ের দাবি তিনি তা নন।
জন্মসূত্রে মার্কিন নাগরিক দুই সন্তানকে নিয়ে গেল বছর দেশে ফেরেন বাবা। এ সময় প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। সন্তানদের সৎ মায়ের কাছে রেখে চলে যান যুক্তরাষ্ট্রে। সঙ্গে নিয়ে যান দুই সন্তানের পাসপোর্টও। দীর্ঘ প্রায় এক বছর নিজ সন্তানদের দেখতে না পেয়ে দেশে ফেরেন আপন মা। দ্বারস্থ হন আদালতের।
দু’শিশুর কথা শুনে আপাতত দাদির কাছে তাদের রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাবার আইনজীবী রাগীব রউফ চৌধুরী বলেন, মা, বাবা এবং বাচ্চা দুটো আমেরিকান সিটিজেন। বাবা ২০১৭ সালে এসে বাচ্চা দুটিকে নিয়ে কোথায় রেখেছে আমরা বলতে পারবো না। ডিসেম্বর পর্যন্ত যোগাযোগ ছিল কিন্তু এরপর থেকে মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই।
মায়ের আইনজীবী খাজা তানভীর আহমেদ বলেন, দাদীর কাছে থাকলে দাদীর সঙ্গে সঙ্গে যেহেতু সৎ মা থাকছে সেজন্য সৎ মাও তার সঙ্গে থাকবে।
এখন অপেক্ষা ১৭ মের। সেদিন বাবা হাজির হলে সৎ মা না আসল মা কার কাছে থাকবেন সন্তান সে সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট।