রড দিয়ে আঘাত করে রামদা দিয়ে নাহিদকে কুপিয়েছে ঢাকা কলেজের ইমন (ভিডিও)

SHARE
রড দিয়ে আঘাত করে রামদা দিয়ে নাহিদকে কুপিয়েছে ঢাকা কলেজের ইমন

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ২৪ এপ্রিল ২০২২ : রাজধানী নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের সময় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়, কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদকে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, নাহিদকে প্রথমে রড দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে দেন দুই যুবক। পরে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আরেকজন।

এদিকে রামদা হাতে যুবকের নাম কিছু গণমাধ্যমে রাব্বি বলা হলেও, তার পরিচয় নিশ্চিত করেছে চ্যানেল 24। তার নাম রাব্বি নয় ইমন। সে ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী, থাকেন ইন্টারন্যাশনাল হলের ১০১ নম্বর রুমে। তার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছায়। সে একজন ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

এছাড়া, সংঘর্ষের সময় ধারালো অস্ত্রধারীদের পরিচয় শনাক্ত করেছে আইনশৃংখলা বাহিনী। যাদের একজনের নাম কাইয়ুম।

উল্লেখ্য, গত সোমবার (১৮ এপ্রিল) রাতে দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

পরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। ছাত্রদের অনেকে হেলমেট পরে এবং লাঠি হাতে নিয়ে সংঘর্ষে জড়ান। ব্যবসায়ী-কর্মচারীরাও লাঠিসোটা ও লোহার রড নিয়ে ছাত্রদের ওপর হামলা চালানো শুরু করেন।

বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে গোটা নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকায়। থেমে থেমে সারাদিন চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে শতাধিক শিক্ষার্থী এবং প্রায় অর্ধশত ব্যবসায়ী-কর্মচারী আহত হন। দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।