নিখোঁজ শিশুর মুখ বাঁধা লাশ বাঁশঝাড় থেকে উদ্ধার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নওগাঁর মান্দা প্রতিনিধি,রোববার, ২৪ এপ্রিল ২০২২ : নওগাঁর মান্দায় ৮ বছরের এক কন্যা শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) গ্রামের পাশে বাঁশঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষণপুর গ্রামের বর্বরোচিত এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ জানান, গ্রামের আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।

ইফতারের আগ মুহূর্তে বাড়ির অদূরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশ জানায়, উদ্ধারের সময় মরেদেহের পরনে কোনো কাপড় ছিল না। কাপড় দিয়ে মুখ আটকানো ছিল। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানান ওসি।