ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জের ফতুল্লা প্রতিনিধি, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে অভিযুক্ত ইমাম মাওলানা মো. শাহাদাৎ হোসেনকে (৪৩) গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান।
গ্রেফতারকৃত ইমাম জেলার আড়াইহাজার উপজেলার ফতেহপুর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার কেতাবনগর জামে মসজিদের ইমাম ও পার্শ্ববর্তী নুরানী হেফজখানার খতিব।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে তার মেয়েকে অপহরণের পর আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, বাদির ১২ বছর বয়সী ছেলে নুরানী হেফজখানার আবাসিক ছাত্র। ছোট ভাইকে খাবার দিতে ওই কিশোরী মাদরাসায় যেত। এক পর্যায়ে তাকে কুপ্রস্তাব দেন মাওলানা শাহাদাৎ হোসেন। এ বিষয়ে অভিযুক্ত মাওলানাকে জিজ্ঞাসা করা হলে তিনি আর এমন প্রস্তাব দেবেন না বলে কিশোরীর মাকে আশ্বস্ত করেন। তবে গত ৮ এপ্রিল ওই কিশোরী শহরের জামতলা এলাকার একটি দোকানে খাবার কিনতে গেলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান মাওলানা শাহাদাৎ। এরপর বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার একটি বাসায় টানা ১১ দিন আটকে রেখে একাধিকবার তাকে ধর্ষণ করেন অভিযুক্ত মাওলানা। পরে এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে গত ১৯ এপ্রিল কিশোরীকে তার বাসায় পাঠিয়ে দেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইমাম মাওলানা শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।