ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ : দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ ৪৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ নিয়োগ পরীক্ষা নেয়া হবে তিন ধাপে। যার প্রথম ধাপে ২২ জেলায় আজ শুক্রবার (২২ এপ্রিল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
প্রথম ধাপে শুক্রবার ঢাকাসহ ২২টি জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে। এরমধ্যে ১৪টি জেলার সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
এদিকে সুষ্ঠু ভাবে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ইতোমধ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্র থাকবে মোবাইল নেটওয়ার্কের বাইরে। এ ছাড়া কেন্দ্রে বসানো হয়েছে জ্যামার। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করুন।
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে বিগত সময় প্রশ্ন ফাঁস, জালিয়াতি, আধিপত্য বিস্তার, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠায় এবার সতর্ক অবস্থানে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক সংবাদ সম্মলনে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, কোন পরীক্ষার্থী কোন সেটের প্রশ্ন পাবেন, তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে জানতে পারবেন। ভিন্ন সেটে পরীক্ষা দিলে তা বাতিল বলে গণ্য হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আগামী ২০ মে এবং তৃতীয় ধাপে ৩ জুন পরীক্ষা হবে। পরীক্ষা চলবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।