ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ : গ্রেব ডিজিজে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে ফের গানের জগতে পা রাখলেন জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শারমিন। এবার ঈদ স্পেশাল অনুষ্ঠানে গান গাইবেন তিনি।
শারমিনের চিকিৎসার দায়িত্ব নেয় আরটিভি। তাই দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে কৃতজ্ঞতা জানাতে শারমিন তার বাবাকে নিয়ে আসেন আরটিভি কার্যালয়ে।
এই গায়িকা জানান, আরটিভি তার চিকিৎসার দায়িত্ব নিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে। কৃতজ্ঞতা জানান দর্শকদের প্রতিও। আবারও গানের ভুবনে ফিরে আসায় শারমিনকে অভিনন্দন জানিয়ে, তার হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
শারমিন বলেন, ‘যখন আমি হসপিটালে ছিলাম, তখন ভাবিনি আবার বেঁচে ফিরব। মনে হয়েছিল সেটাই আমার জীবনের শেষ সময়। আল্লাহর রহমতে আমি ফিরে এসেছি। এখন ভালো গান করতে চাই। আরটিভি পরিবারের একজন সদস্য হতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। যে সময়ে আরটিভি আমার পাশে দাঁড়িয়েছে, এ আনন্দের প্রকাশ আমি করতে পারব না। আরটিভির প্রতি আমার কৃতজ্ঞতা। বিশেষ করে সৈয়দ আশিক রহমান স্যারের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধা। আমি চাইব- যতদিন বেঁচে থাকব আরটিভি আমার পাশে থাকুক, আমিও আরটিভির সঙ্গে থাকতে চাই।’
শারমিনের জীবনযুদ্ধে পাশে থাকায় আরটিভির প্রতি কৃতজ্ঞতা জানান তার বাবা। তিনি বলেন, ‘শারমিনের যে অবস্থা হয়েছিল তাতে ওর ফিরে আসার কথাই ছিল না। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান স্যার আমার মেয়েকে দেখতে গেছেন এতেই আমি অনেক খুশি। তারা আমার মেয়ের পাশে এভাবে দাঁড়িয়েছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। আরটিভি পরিবার যেন এভাবেই আমার মেয়ের পাশে থাকে এবং তারা যেন শারমিনের খেয়াল রাখে- এটাই আমার চাওয়া।’