টেলিমেডিসিন সেবার নামে স্বামী-স্ত্রীর প্রতারণা!

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ : মোহাম্মদ রাশেদ হোসেন প্রান্ত (২৭) এবং মৌসুমী খাতুন (২৩)। রাশেদ রাজশাহীতে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, আর মৌসুমী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। করোনার শুরুতে যখন টেলিমেডিসিন চিকিৎসা জনপ্রিয়তা পায়, ঠিক তখনই তাদের মাথায় চাপে দুষ্টু বুদ্ধি।

দুজন মিলে শুরু করেন টেলিমেডিসিন চিকিৎসা। অনলাইনে দিতে থাকেন চিকিৎসাসেবা। তবে নিজেদের নামে নয়, দেশের নামকরা চিকিৎসকদের নাম ভাঙিয়ে। গত দুই বছরে ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার নামে এ দুই প্রতারক হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

বুধবার (২০ এপ্রিল) রাজশাহী মহানগরের শাহ মখদুম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এ বিষয়ে বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাদের দেওয়া চিকিৎসাপত্রে ওষুধ কিনে আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

করোনা মহামারি চলাকালে মানুষ যখন গৃহবন্দি তখন গ্রেফতার রাশেদ হোসেন তার স্ত্রী মৌসুমীকে নিয়ে ফেসবুকে জনপ্রিয় ডাক্তারদের নামে পেজ খুলে শুরু করেন টেলিমেডিসিন চিকিৎসা। ভুয়া প্রেসক্রিপশন দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।