নিউমার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক, সায়েন্স ল্যাব মোড়ে যান চলাচল শুরু

SHARE
নিউমার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক, সায়েন্স ল্যাব মোড়ে যান চলাচল শুরু

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ : রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, সায়েন্স ল্যাব মোড়ে যান চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ চলে।

ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা।

এদিকে ব্যবসায়ী-ছাত্রদের মুখোমুখি অবস্থান, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের কারণে আশাপাশের সড়কে থাকা যানবাহন আটকে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়। যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো রাজধানীতে প্রভাব ফেলে। এ অবস্থায় ‘কার্যত ঢাকা স্থবির’ হয়ে পড়েছে বলে জানিয়েছে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ।

সোমবার রাতভর ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ নিউমার্কেট এলাকার সব দোকানপাট। একই সঙ্গে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচলও বন্ধ ছিলো।