ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ : ঢাকাই সিনেমার প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির দুই সন্তান। ছেলে শাফায়েত চৌধুরী ও মেয়ে লামিয়া চৌধুরী। বাবা-মায়ের মৃত্যুর পর তারা কোথায় আছেন, কী করছেন তা অনুরাগীদের অনেকেরই অজানা। কেননা বরাবরই গণমাধ্যম ও প্রচারণা থেকে দূরে থাকেন এই দুই তারকা সন্তান।
জানা গেছে, সোহেল-দিতির ছেলে শাফায়েত চৌধুরী কানাডার রিয়ারসন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে নেদাল্যান্ডসের আমস্টারডামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিপণন প্রতিষ্ঠানে চাকরি করছেন। গত বছরের মাঝামাঝি সময়ে নেদাল্যান্ডসের তরুণী ও দীর্ঘদিনের বান্ধবী ভ্যান ক্রালিংকেনকে বিয়ে করেন তিনি। বর্তমানে স্থায়ীভাবে নেদারল্যান্ডসে বসবাস করছেন শাফায়েত।
এদিকে সোহেল-দিতিকন্যা লামিয়া চৌধুরী কানাডার টরন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে নির্মাণে মনোযোগী হয়েছিলেন। মায়ের মৃত্যুর পর ২০১৬ সালে তার ইচ্ছা অনুযায়ী ‘দুই পুতুল’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন লামিয়া। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। ফেসবুকে একটি পেইজ খুলে ফাস্টফুড সরবরাহ কার্যক্রম দেখভাল করছেন লামিয়া।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানী বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে সন্ত্রাসীদের গুলিতে মারা যান চিত্রনায়ক সোহেল চৌধুরী। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। গত মঙ্গলবার (৫ এপ্রিল) আনুমানিক রাত পৌনে ১১টার দিকে সোহেল চৌধুরীকে হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়িকা দিতি।