বাসায় ডেকে ছাত্রীকে গণধর্ষণ, কলেজ শিক্ষকসহ গ্রেফতার ২

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ.কম (টিভি),শেরপুর প্রতিনিধি,শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ : শেরপুরে কলেজছাত্রীকে বাসায় ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষক ও বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেফতার জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, ওই কলেজ ছাত্রীকে বুধবার সন্ধ্যায় প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরে তার ভাড়া বাসায় ডেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা বুঝতে পেরে বাড়ির মালিক লুৎফর রহমান ও আবু রাহাত নামে এক ব্যক্তি ওই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

রাতে বাসায় ফিরে পরিবারের পরামর্শে ওই ছাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান। রাতেই অভিযুক্ত কলেজ শিক্ষককে গ্রেফতার করে নকলা থানা পুলিশ। এছাড়া ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে শেরপুর থেকে বাড়ির মালিককেও গ্রেফতার করে সদর থানা পুলিশ।

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ বি সিদ্দিক সময় নিউজকে বলেন, এ ঘটনায় মামলা করেছেন ঘটনার শিকার ছাত্রীর পরিবার। মামলার আরেক পলাতক আসামি আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।