ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা মধ্যবাড্ডা প্রতিনিধি,বুধবার, ১৬ মার্চ ২০২২ : রাজধানীর মধ্যবাড্ডায় অনলাইন জুয়ার টাকা জোগাতে গৃহকর্ত্রীকে খুন করেন ড্রাইভার। তথ্য-উপাত্ত আর ড্রাইভারের স্বীকারোক্তিতে জট খোলে হত্যা রহস্যের।
গত রোববার রাতে রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকার একটি ফ্ল্যাট থেকে আফরোজা সুলতানার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করতেন এই নারী।
হত্যা রহস্য উদঘাটনে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। গ্রেপ্তার করা হয় আফরোজার গাড়ি চালক হৃদয়কে। তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ। উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত চাকু, স্বর্ণালংকার ও নগদ টাকা।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, চালক হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। পরিকল্পনা ছিল আফরোজাকে হত্যা করে তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা লুট করে নেয়া।
পুলিশের অতিরিক্ত কমিশনার আরও জানান, হত্যার আগে এই নারীর কাছ থেকে কয়েক দফায় টাকা ধারও নিলেও তা পরিশোধ করেননি গাড়ির চালক হৃদয়।