গ্রেপ্তারকৃত আসামি আলমগীর হোসেন
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নোয়াখালীর কোম্পানীগঞ্জ প্রতিনিধি,সোমবার, ১৪ মার্চ ২০২২ : নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষক ও দিনমজুর বেশে আলোচিত সৌরভ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ মার্চ) দুপুরে উপজেলার উড়ির চরের একটি ধানক্ষেত থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন চরএলাহী ইউনিয়নের চর বালুয়া ৬নং ওয়ার্ডের ছাবের মাঝির পুত্র।
কৃষক ছদ্মবেশে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন।
তিনি জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে খুন হন সৌরভ। হত্যাকারীরা তাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের পরিবার। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওসি সাজ্জাদ রোমনের নেতৃত্বে কৃষক বেশে এসআই রেজাউল, এসআই আশ্রাফ, এএসআই ইউসুফ উড়ির চরের একটি ধানক্ষেতে কাজ করার সময় উক্ত আসামিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা মামলার ওয়ারেন্টসহ তিনটি ওয়ারেন্ট রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে সৌরভকে কে বা কারা ডাক দেয়। পরে তিনি ওই বাড়ির দিকে গেলে হত্যাকারীরা তাকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হত্যাকারীরা তার ভায়রা ভাইকেও মারধর করে তার মাথা ফেটে গেলে তিনি সেখান থেকে পালিয়ে চলে আসতে সক্ষম হলেও সৌরভ আসতে পারেনি। এক পর্যায়ে হত্যাকারীরা সৌরভের গলা কেটে তাকে হত্যা করে।